পাট উৎপাদনে বৃহত্তর ময়মনসিংহ জেলা একসময় বিখ্যাত ছিল। ঝিনাই নদীর তীরে অবস্থিত জামালপুর জেলার কেন্দুয়া এলাকায় প্রচুর পাট উৎপাদনেহত। ব্রিটিশ সরকার এ এলাকার পাট ক্রয়ের জন্য রেল যোগাযোগ স্থাপন করে। বর্তমানের কেন্দুয়া নামক স্থানে একটি পাট ক্রয় কেন্দ্র খুলেন। পাট ক্রয় কেন্দ্রটি এলাকার মানুষের মুখে পাট কেন্দু নামে পরিচিত ছিল। এবং কালক্রমে এ পাট কেন্দু কেন্দুয়া নামে পরিচিতি লাভ করে। ইউনিয়নটির সাথে উপজেলা সদরের সাথে রেল ও সড়ক যোগাযোগ ভাল। এলাকার বেশীর ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নিবার্হ করে।