Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কেন্দুয়া

একনজরে কেন্দুয়া

ঐতিহাসিক পটভূমিঃ

 

    পাট উৎপাদনে বৃহত্তর ময়মনসিংহ জেলা একসময় বিখ্যাত ছিল। ঝিনাই নদীর তীরে অবস্থিত জামালপুর জেলার কেন্দুয়া এলাকায় প্রচুর পাট উৎপাদনেহত। ব্রিটিশ সরকার এ এলাকার পাট ক্রয়ের জন্য রেল যোগাযোগ স্থাপন করে। বর্তমানের কেন্দুয়া নামক স্থানে একটি পাট ক্রয় কেন্দ্র খুলেন। পাট ক্রয় কেন্দ্রটি এলাকার মানুষের মুখে পাট কেন্দু নামে পরিচিত ছিল। এবং কালক্রমে এ পাট কেন্দু কেন্দুয়া নামে পরিচিতি লাভ করে। ইউনিয়নটির সাথে উপজেলা সদরের সাথে রেল ও সড়ক যোগাযোগ ভাল। এলাকার বেশীর ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নিবার্হ করে। 

 

 

আয়তন

প্রধান পেশা

প্রধান প্রধান কৃষি পণ্য

শিক্ষার হার

ভূমির ধরণ

:২৬.৮৪বর্গ কিঃমিঃ

:কৃষি

:ধান, পাট

:৩৮.২%

:সমতলওনিন্মভূমি